শমশেরনগরে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
আব্দুস সামাদ, কমলগঞ্জ

সকল ঈদের সেরা ঈদ জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে গতকাল ২০ অক্টোবর শমশেরনগর আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ব্যবস্থাপনায় বিশাল জশনে জুলুছ অনুষ্ঠিত হয়।
উক্ত জশনে জুলুছে হাজারো মুসল্লী ও আশেক্বে রাসুলের অংশগ্রহণে হাতে কালিমা খচিত পতাকা নিয়ে ইয়া নবী সালাম আলাইকা, মোস্তফা জানে রহমত পেহ লাখো সালাম ও বিভিন্ন ইসলামী সংগীতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
জুলুছ শেষে মাহফিল হাফেজ আব্দুল মুকিত এর পরিচালনার সভাপতিত্ব করেন হাফেজ মোশাহিদ আলী, প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইউ.পি শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালিক বাবুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের আহ্বায়ক জনাব হাজী ইজ্জাদুর রহমান সাজ্জাদ, সহ-সাধারণ সম্পাদক দুরুদ আলী,কমলগঞ্জ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সাধারণ সম্পাদক ছাত্রনেতা মাহমুদ হাসান শিমুল,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শমশেরনগর ইউ.পি শাখার সভাপতি ছাত্রনেতা মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক ছাত্রনেতা আহমেদ রাজুসহ প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, আল্লাহ পাকের নিয়ামত সমূহের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হাবিবের সৃজন। তার সৃজনে ধন্য করেছেন সমগ্র সৃষ্টিজগতকে। যা সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেন, আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না (আল হাদিস)।
বক্তারা আরও বলেন, নবীর শুভাগমন উপলক্ষে খুশি প্রকাশ এর কারণে আবু লাহাবের মতো অভিশপ্ত কাফের যদি প্রতি সোমবার ভয়াবহ শাস্তি থেকে কিছুটা পরিত্রান পায়, তবে আমরা কেন এ মহা নেয়ামত থেকে বঞ্চিত হব। এবং অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা গঠনে প্রিয়নবী সাল্লাল্লাহু সালামের আদর্শিক চেতনা বিকল্প নেই। যিনি সফলতার চাবিকাঠি তার অনুসরণেই সকল সমস্যার সমাধান নিহিত।
এতে আরও বক্তব্য রাখেন জেলা-উপজেলা শাখা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও গাউসিয়া কমিটি কমলগঞ্জ- শমশেরনগর থানা শাখার নেতৃবৃন্দ।
পরিশেষে মিলাদ ও কিয়ামের পর বাংলাদেশসহ সমস্ত মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন।