সরকারকে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন আহলে সুন্নত নেতৃবর্গ

প্রেস বিজ্ঞপ্তি

রমজানে তারাবীহ নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন সরকারের এমন সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন আহলে সুন্নাতের নেতৃবর্গ।

পবিত্র রমজানে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজিন ও খাদেমসহ সর্বোচ্চ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন সরকারের এমন সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দীন আশরাফী, নির্বাহী চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবদুল বারী জিহাদী মুজাদ্দেদী, মহাসচিব আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা, নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক প্রমুখ।

দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিমের স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন-এ চরম ক্রান্তিকালে মুসলমানদের প্রিয় এবং মর্যাদার মাসে লকডাউনের অজুহাত দেখিযে মসজিদে মুসল্লীর সীমাবদ্ধতা ধর্মীয় অনুভূতির প্রতি অশ্রদ্ধার শামিল। একদিকে চরম নিয়ন্ত্রণহীন গার্মেন্টস- কল-কারখানা খােলা রাখার সিদ্ধান্ত রেখে মসজিদে নামাজে ২০ এর অধিক মুসল্লী নামাজ পড়তে না পাড়া এটা বড়ই বেমানান।

আহলে সুন্নাত নেতৃবৃন্দ অবিলম্বে এহেন সিদ্ধান্ত পরিবর্তন করে দূরত্ব বজায়ে নিয়মের প্রতি গুরুত্মরােপ করে নামাজের অনুমতি দিলে সরকারের প্রতি ধর্ম প্রিয় সাধারণ মুসলমানের আস্থা অর্জনে সক্ষম হবে। নচেৎ এমন সিদ্ধান্ত সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাই সিদ্ধান্ত পরিবর্তনের কোন বিকল্প নেই বলে নেতৃবৃন্দ
মনে করেন।

Related Articles

Back to top button