হবিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ

সাদিক রেজা, হবিগঞ্জ

আজ বৃহস্পতিবার (২০ মে) যোহর নামাজের পর হবিগঞ্জ কোর্ট মসজিদের সামনে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর উদ্যোগে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় নীরহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত হবিগঞ্জ জেলার সভাপতি হযরতুল আল্লামা শাহ জালাল আখঞ্জী, সহ-সভাপতি হযরত মাওলানা গোলাম সরওয়ারে আলম, ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সচিব আলী মুহাম্মদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সৈয়দ গোলাম কিবরীয়া আজহারী, ইসলামি ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা ও হবিগঞ্জ জেলা শাখার নেতাকর্মী এবং স্থানীয় উলামায়ে কেরাম।

মানববন্ধন শেষে কোর্ট মসজিদের সামনে থেকে শায়েস্তানগর টাউন মসজিদ পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল হয়।

Related Articles

Back to top button