ইফা’র ডিজি বরাবর রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার (১৪ জুন) সকাল ১১টায় পাহাড়তলী হাজী ক্যাম্পস্থ ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ”সহজ কুরআন” শিক্ষা বইয়ে কিছু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেয়ার প্রতিবাদে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মোঃ আবু আহসান -এর মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আনিস মাহমুদ বরাবর রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের সভাপতি মাওলানা সেকান্দর হোসাইন আল কাদেরী, মহাসচিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী, মাওলানা করিম উদ্দীন নূরী, মুফতি আবুল হাসান ওমাইর রেজভী, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা ইমরান হাসান কাদেরী, মাওলানা ইমরান সিকদার কাদেরী প্রমুখ।

Related Articles

Back to top button