আজ তিন জনের কাফন-দাফনে ছিল গাউসিয়া কমিটি বায়েজিদ টিম
মুহাম্মদ রাসেল, বায়েজিদ থানা

আজ ৮ এপ্রিল (বৃহস্পতিবার) গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়েজিদ মানবিক টিম সকাল থেকে তিনটি মৃতদেহের গোসল,দাফন-কাফন এবং গন্তব্যে পৌঁছে দেওয়াসহ যাবতীয় কাজে পাশে ছিল বায়েজিদ টিম।
১)মৃত: মোহাম্মদ রফিক উদ্দিন। মা ও শিশু হসপিটালে মৃতবরণ করলে উনাকে গোসল দেওয়ার জন্য নেওয়া হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ঐখান থেকে গোসল -কাফন শেষ করে পৌছে দেওয়া হলো নন্দনকানন।
২) মৃতঃ মোসলেম উদ্দিন। নিজ বাসায়,ট্যাকনিক্যাল ইসলামী ব্যাংক টাওয়ার মৃত বরণ করলে উনাকে ৬তলা থেকে সিড়ি দিয়ে নামিয়ে ফ্রি এ্যাম্বুলেন্স সেবা দিয়ে গোসল দেওয়ার জন্য নেওয়া হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ঐখান থেকে গোসল -কাফন শেষ করে পৌছে দেওয়া হলো।
৩) মৃতঃ ফাতেমা বেগম, মৃত্যবরণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, গোসল দেওয়ার জন্য নেওয়া হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ঐখান থেকে গোসল -কাফন শেষ করে পৌছে দেওয়া হলো কেশুয়া,চন্দনাইশ।
গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়েজিদ টিমে যারা ছিলেন, বাপ্পা (টিম লিডার), হেদায়েত আলী মিন্টু, আফজাল, রাসেল, সায়মন এবং চান্দগাঁও মহিলা টিম।