উরকিরচরে গাউসিয়া কমিটির লাশ দাফন
কায়েছ উদ্দীন, রাউজান

আজ ২৪ এপ্রিল (শনিবার) চট্টগ্রাম জেনারেল হসপিটাল আইসিও বেডে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী মুহাম্মদ নুরনবী’কে (পিতা- মরহুম হাফেজ আহম্মদ সারাং) রাউজান উরকিরচরে দাফন-কাফন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ উরকিরচর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও রাউজান কাফন-দাফন কমিটির সমন্বয়ক মুহাম্মদ আমান উল্লাহ আমানের নেতৃত্বে গাউসিয়া কমিটি মানবিক টিম।
এতে অংশ নেন ইউনিয়ন গাউসিয়া কমিটির কাফন-দাফন পরিচালনা কমিটির সদস্য এরশাদুল হক মুন্না, মৌলানা তারেক আজিজ, সৈয়দ গোলাম জিলানি পাশা, মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ মনছুর আলম, মুহাম্মদ ফরহাদ হোসেন প্রমুখ।