একদিনে ৬ জন করোনা রোগীর দাফন সহায়তায় গাউসিয়া কমিটি বায়েজিদ টিম
মুহাম্মদ রাসেল, বায়েজিদ

আজ ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) গাউসিয়া কমিটি বায়েজিদ মানবিক টিম রাত ১ টা থেকে বিকাল পর্যন্ত ১ জন মহিলা এবং ৫ জন পুরুষসহ মোট ৬টি মৃতদেহের গোসল, কাফন-দাফন ও ফ্রি এ্যাম্বুলেন্স সেবায় নিয়োজিত ছিল।
রাত ১.০০ টায় →১ টি
রাত ২.০৫ টায়→ ১ টি
রাত ৩ঃ৩০ টায় → ১ টি
ভোর ৪ঃ২৫ টায়→ ১ টি
সকাল ৯ টায় → ১ টি
দুপুর ১ঃ২৫ টায়→ ১ টি
উল্লেখ্য, রোগীদের সবাই করোনাভাইরাস এ আক্রান্ত ছিলেন।
যারা সহযোগিতায় ছিলেন তাঁরা হলেন গাউসিয়া কমিটি বায়েজিদ মানবিক টিমের টিম লিডার সাইফুল করিম বাপ্পা,আফজল, আরাফাত, মিন্টু, রাসেল।