এবছর গাউসিয়া কমিটি ২ লাখ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করবে 

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আহবানে এবারের রমজানে দেশব্যাপী বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ওয়ার্ড, ইউনিট কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে দু’লক্ষাধিক পরিবারের মাঝে কাঁচা ইফতার, সাহরী ও ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ উপলক্ষে এক মনিটরিং সভা গতকাল নগরীর দিদার মার্কেটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহাসচিব শাহজাদ ইবনে দিদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, কর্মসূচির অন্যতম সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী প্রমুখ।

সভায় পেয়ার মুহাম্মদ কমিশনার গাউসিয়া কমিটির সর্বস্তরের কর্মীদের রোজার এ মাসে দেশবাসীর পাশে দাঁড়ানোর আহবান জানান। তিনি কর্মীদের গাউসিয়া কমিটির ব্যানারে আপন-আপন অবস্থান থেকে কাঁচা ইফতার-সাহরী ও ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে সমাজে ধনী-গরীবের ব্যবধান গুছাতে করোনাকালের সেবা কর্মসূচির ন্যায় সকলকে নিবেদিত থাকার নির্দেশ দেন। পরিশেষে, মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

প্রেস বিজ্ঞপ্তি।

Related Articles

Back to top button
close