কদলপুরে গাউছিয়া কমিটির লাশ দাফন
কায়েছ উদ্দীন, রাউজান

গতকাল ২১ এপ্রিল (বুধবার) রাউজান উপজেলার কদলপুর গ্রামের সিকদারপাড়া নিবাসী মোহাম্মদ নাসের সিকদার (৪৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মৃত্যু বরণ করলে তার এম্বোলেন্স সেবা, কাফন ও দাফন কাজ সম্পন্ন করে গাউসিয়া কমিটি বাংলাদেশ।
কদলপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাউজান দাফন টিমের সমন্বয়ক রবিউল হোসাইন সুমনের নেতৃত্বে কদলপুর গাউসিয়া কমিটির দাফন টিমের মুহাম্মদ আব্দুস সাত্তার, আরেফিন চৌধুরী, তসলিম উদ্দিন, জয়নাল আবেদদীন ও কাজী কায়েছ উদ্দিন এবং এলাকাবাসীর সহযোগিতায় দাফন কাফন সম্পন্ন করে।