কদলপুরে গাউসিয়া কমিটির স্বাগত র্যালী
কায়েছ উদ্দিন, রাউজান

গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফকে স্বাগত জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) গতকাল (৯ই অক্টোবর) শনিবার অনুষ্ঠিত হয়।
কদলপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে কদলপুর লস্কর দিঘীর পাড় হতে নাতোয়ান বাগিচা পর্যন্ত হয়ে কদলপুর খানকাহ এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া কমপ্লেক্স এ হাজারো নবী প্রেমিক আশেকে রাসুল (দ.)’র অংশগ্রহণে বিশাল এ জুলুছ সম্পন্ন হয়।
জুলুছ পরবর্তীতে গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইলিয়াস নূরী বলেন, “১৯৭৪ সালে গাউসে জামান আল্লামা তৈয়্যব শাহ (রহ.) যে জুলুছ প্রতিষ্ঠা করেছিলেন তা আজ বাংলার গ্রাম-গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “কদলপুর গাউসিয়া কমিটির আজকের এ জুলুছে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাঁদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাউজান উপজেলা পরিষদ ও কদলপুর ইউনিয়ন পরিষদের কাছে আমরা কদলপুর গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ আন্তরিকভাবে কৃতজ্ঞ।”