কদলপুরে দাফন কাফনে গাউসিয়া কমিটি বাংলাদেশ
কায়েছ উদ্দিন, রাউজান

রাউজান উপজেলার কদলপুর মানচিপাড়া নিবাসী আলহাজ্ব ইদ্রিস মিয়ার স্ত্রী মাহমুদা বেগম এর শেষ যাত্রার সাথী হলো মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) রাত ৮টায় করোনা আক্রান্ত হয়ে নগরীর সারজিস্কোপ-২ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরহুমা মৃত্যুবরণ করলে গাউসিয়া কমিটির মহিলা টিম উনার গোসল ও কাফন কার্যক্রম সম্পাদন করে।
এরপর গাউসিয়া কমিটি পাঁচলাইশ টিম এম্বুল্যান্সের মাধ্যমে কদলপুর নিজ বাড়িতে মরহুমাকে পৌঁছে দিলে কদলপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হোসাইন সুমন এর নেতৃত্বে কদলপুর টিম দাফন কাজ সম্পন্ন করে।
এতে আরও সহায়তা করেন কায়সার পারভেজ চৌধুরী, মোহাম্মদ আব্দুস ছাত্তার, জয়নাল আবেদীন, কাজী কায়েছ ও কাজী শিহাব।