করোনায় মৃত রোগীর গোসল ও কাফন-দাফনে গাউসিয়া কমিটি ৯নং পাহাড়তলী ইউনিয়ন টিম
কায়েছ উদ্দিন, রাউজান

গতকাল (২৬ জুলাই) সোমবার রাঙ্গুনিয়া মধ্য বেতাগী ৪নং ওয়ার্ড কতুবুল আলম চেয়্যারম্যান বাড়ী নিবাসী মরহুম আবুল হোসেন (করোনা রোগে আক্রান্ত হয়ে) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
উক্ত মৃতের গোসল, কাফন-দাফনে অংশগ্রহন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ৯নং পাহাড়তলী ইউনিয়ন শাখা’র করোনায় মৃত কাফন-দাফন টিমের সদস্য ইউনিয়ন গাউসিয়া কমিটির মুহাম্মদ আবদুল গফুর, হাফেজ মুহাম্মদ এসকান্দর, মুহাম্মদ আলাউদ্দীন তৌহিদ, মুহাম্মদ, মুহাম্মদ আরমান, মুহাম্মদ গিয়াস উদ্দীন শাকিল।
সাথে আরও সহযোগিতায় ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বেতাগী ঢেমির ছড়া ইউনিট শাখার সম্মানিত কর্মকর্তা জনাব মুহাম্মদ সাজ্জাদ হোসেন।