করোনার নমুনা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন সিটি মেয়র রেজাউল করিম

নিজস্ব প্রতিনিধি

আজ ১১ এপ্রিল (রবিবার) থেকে পুনরায় শুরু হয়েছে অন্তহীন ফাউন্ডেশন ও গাউসিয়া কমিটির যৌথ ব্যবস্থাপনায় ভ্রাম্যমান গাড়িতে করোনার নমুনা সংগ্রহের কার্যক্রম।

আজ সকালে হালিশহর আরবান ডিসপেনসারিতে ভ্রাম্যমান গাড়িতে করোনার নমুনা পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রামের সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

এতে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, মোসাহেব উদ্দিন বখতিয়ার, আলহাজ্ব এরশাদ খতিবী প্রমুখ।

করোনার নমুনা সংগ্রহ চলাকালীন

চট্টগ্রাম মহানগরের নির্দিষ্ট ৬ টি স্থানে সপ্তাহে ৬ দিন মাত্র ১০০/- টাকা সরকারি ফি তে সকাল ১০টা থেকে দুপুর ১:৩০ এ সেবা চলমান থাকবে বলে সংগঠন থেকে জানানো হয়।

১) (শনিবার) পাঁচলাইশ আরবান ডিসপেনসারী – বাকলিয়া বয়েস স্কুলের পাশে, রাহাত্তার পুলের পূর্বে পুলিশ বক্স সংলগ্ন।

২) (রবিবার) হালিশহর আরবান ডিসপেনসারী – হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন।

৩) (সোমবার) আগ্রাবাদ আরবান ডিসপেনসারী – সি জি এস মসজিদ কলোনি, মা ও শিশু কল্যাণ কেন্দ্র।

৪) (মঙ্গলবার) শেরশাহ আরবান ডিসপেনসারী – শেরশাহ কলোনি ২ নং রোড, বায়েজিদ মিনারের পাশে।

৫) (বুধবার) স্কুল হেলথ আরবান ডিসপেনসারী – হকার মার্কেটের দ্বিতীয় গলি, মিউনিসিপাল স্কুলের পাশে।

৬) (বৃহস্পতিবার) গাউছুল আজম আরবান ডিসপেনসারী- খাজা রোড, চৌধুরি স্কুলের হাতের বাম পাশে।

Related Articles

Back to top button
close