করোনায় মৃত্যুবরণকারী ব‌্যক্তির শেষ বিদায়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ

কায়েছ উদ্দিন, রাউজান

আজ (২২ জুলাই) বৃহস্পতিবার রাউজানস্থ কদলপুর নিবাসী মোহাম্মদ ওবাইদুল হক চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ইন্তেকাল করলে গাউসিয়া কমিটি বায়েজিদ টিম উনার গোসল-কাফন সম্পন্ন করে গাউসিয়া কমিটি বাংলাদেশের এম্বুল্যান্সের মাধ্যমে কদলপুর পৌঁছে দেন।

কদলপুরে মরহুমের নিজ বাড়ীতে দাফন কাজ সম্পাদন করেন গাউসিয়া কমিটির কদলপুর ইউনিয়ন টিম।

কদলপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক ও দাফন-কাফনের কদলপুর টিমের প্রধান সমন্বয়ক রবিউল হোসাইন সুমনের নেতৃত্বে দাফন কাজে অংশগ্রহণ করেন আব্দুস সাত্তার, কায়সার পারভেজ চৌধুরী, জয়নাল আবেদীন কিসলু, কাজী কায়েস উদ্দিন, জিয়াউদ্দিন শিহাব ও কাজী আসিফ।

Related Articles

Back to top button
close