করোনা আক্রান্ত হয়ে ভাইয়ের মৃত্যুর তৃতীয় দিনে বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারী উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সৈয়দ বাড়ীর মৃত সৈয়দ মুহাম্মদ মকছুদুর রহমান এর কন্যা সৈয়দা সুলতানা রিজিয়া বেগম(৫৫) করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

আজ (৮ জুন) মঙ্গলবার দাফন-কাফনে গাউসিয়া কমিটি বাংলাদেশের দাফন টিমের সহযোগিতা চাওয়া হলে গাউসিয়া কমিটি বাংলাদেশ দাফন কাফন টিমের প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার চাঁন্দগাও মানবিক টিম, কোতোয়ালি মানবিক টিম ও মাদার্শা মানবিক টিমকে সহযোগিতার জন্য নির্দেশ দেন।

নির্দেশ মোতাবেক রাতে হাসপাতালে চান্দগাও টিমের মিকা, ফারজানা আক্তার, আঞ্জু, মোঃ ওমর ফারুক, মোহাম্মদ মহসিন মৃতদেহের গোসল ও কাফন পরিধান করেন এবং কোতোয়ালি মানবিক টিমের মোঃ মেহের আলী মামুন, মোঃ শওকত আলী পন্নী, মোঃ সাহা আলম সালাম এ্যাম্বুলেন্স সহায়তা দেন।

মৃতদেহ বাড়ীতে আনা হলে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার নির্বাহী সদস্য ও ১০ নং উত্তর মাদার্শা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামশেদ এর নেতৃত্বে গাউসিয়া কমিটি সৈয়দ বাড়ী ইউনিট শাখার মাধ্যমে দাফন সম্পন্ন করা হয়।

দাফনকাজে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সৈয়দবাড়ী ইউনিট শাখার সৈয়দ রেজাউল করিম মাসুদ, মাওলানা সৈয়দ মুহাম্মদ সাদ্দাম হোসেন, সৈয়দ মুহাম্মদ আবুল বয়ান, সৈয়দ মুহাম্মদ শাহেদুল ইসলাম আরিফ, সৈয়দ মোহাম্মদ সাজিদ, মোহাম্মদ মামুন।

Related Articles

Back to top button
close