করোনা রোগীর শেষ বিদায়ে সাথী হয়েছে গাউসিয়া কমিটি শাহরাস্তি উপজেলা
মোজাম্মেল হক, চাঁদপুর

শাহরাস্তি উপজেলাধীন মেহের দক্ষিণ ইউনিয়নের দারুল কোরা গ্রামের করোনা আক্রান্ত মৃত ব্যক্তি মোহাম্মদ রফিকুল ইসলামের দাফন কাফন সম্পন্ন করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহরাস্তি উপজেলা করোনা দাফন-কাফন টিম।
গতকাল (১৪ জুলাই) বুধবার বিকেলে মোঃ রফিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করলে খবর পেয়ে গাউসিয়া কমিটির দাফন টিম বাদ মাগরিব সুন্নাত তরিকায় দাফন কার্য শুরু করে এবং রাত ৯ টার সময় লাশ যথাযোগ্য সম্মানের সহিত দাফন সম্পন্ন করে।
দাফন কাফন শেষে উপজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক কাজী আব্দুল হান্নান সাহেব দাফন কাফন টিমের সাথে বিশেষ সাক্ষাৎ করেন; কিভাবে আগত প্রতিকূল পরিস্থিতিতে এ সেবা অব্যাহত রাখা যায়।