খ্রিস্টান ধর্মাবলম্বী মিসেস জোন কান্টফারের সৎকারে গাউসিয়া কমিটির সহায়তা
নিজস্ব প্রতিনিধি

খ্রিস্টান ধর্মাবলম্বী কলকাতা নিবাসী লাওনেল কান্টফার এর স্ত্রী মিসেস জোন কান্টফার(৮৪) বাংলাদেশে মেয়ের বাড়িতে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতালের কোভিড আইসিও ইউনিটে ভর্তি করা হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহামারি করোনায় তাঁর সৎকারে কেউ পাশে না আসলে তার নিকটাত্মীয় মাধ্যমে খবর পেয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ এর করোনায় আক্রান্ত কাফন-দাফনকারী টিমের সহায়তায় তাঁকে খ্রিস্টান ধর্মানুযায়ে সৎকার দেয়া হয়।
গাউসিয়া কমিটি করোনা কাফন-দাফন কমিটির প্রধান সমন্বয়ক জনাব এড. মোসাহেব উদ্দিন বখতিয়ার বলেন, মরদেহের নিকটাত্মীয় সহায়তা চেয়ে আমাকে ফোন করলে গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম চান্দগাঁও শাখার পুরুষ ও মহিলা সদস্যদের নিয়ে রওনা হই তাঁর সৎকার সহায়তা দিতে। ইমপেরিয়াল হাসপাতাল থেকে এনে, তাঁর মরদেহের গোসল দেয় আমাদের চান্দগাঁ মহিলা টিমের সদস্যরা। এরপর, তাঁরা তাঁকে খ্রিস্টান রীতি অনুযায়ী বিয়ের পোশাক এবং অলংকার ইত্যাদিতে সাজিয়ে সৎকারের জন্য প্রস্তুত করার পর মরদেহ চট্টগ্রামের আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেয়া হয়।
করোনা কাফন-দাফন কমিটির প্রধান সমন্বয়ক জনাব এড. মোসাহেব উদ্দিন বখতিয়ার এর তত্ত্বাবধানে সম্পূর্ণ কাজটি সম্পাদন করেন চান্দগাঁও কাফন-দাফন টিমের সদস্যঃ মিকা,ফারজানা আক্তার, মোহসেনা বেগম, মোঃ ওমর ফারুক, মোঃ মহসিন, মোহাম্মদ লিমন, মোঃ ইরফান, মোঃ রোমন।
উল্লেখ্য, গাউসিয়া কমিটি বাংলাদেশ এই করোনাকালে, ৩০ জন হিন্দু, ৩ জন বৌদ্ধ এবং ১ জন খ্রিস্টানের সৎকারে সহায়তা দিল।