গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

জুনাইদ জাকি, চন্দনাইশ

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় সারাদেশে দুই লক্ষ বৃক্ষরোপণের অংশ হিসেবে গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচী-২০২১ অনুষ্ঠিত।

গতকাল (২২ জুলাই ) রোজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২১ এর আয়োজন করে গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল গফুর খান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ।

ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন এলাকায় প্রদান করা হয় নানানজাতের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা যেগুলোর অধিকাংশ রোপণ এবং পরক্ষণে জনসাধারনের মাঝে বিতরন করা হয়।

প্রকৃতি, দেশ তথা দেশের মানুষের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ যে বহুমূখী কার্যক্রম পালন করে আসছে তা সামনের দিনেও চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button
close