গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের বৃহত্তর জশনে জুলুস

নিজস্ব প্রতিবেদক

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা উত্তর শাখার ব্যবস্থাপনায় এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙ্গুনিয়া উত্তরের সহযোগিতায় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস (র‍্যালি) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে র‍্যালিটি মোগলেরহাট মির্জা হোসাইন তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে ইসলামপুর গাবতল দিয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাণীরহাট দিয়ে পারুয়া ডিসি সড়ক এবং কাপ্তাই সড়কের ঘাটচেক থেকে মরিয়মনগর চৌমুহুনী দিয়ে মরিয়মনগর ডিসি সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মাঠে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জুলুসে ৩ শতাধিক মোটরসাইকেলসহ ৫ শতাধিক বিভিন্ন যানবাহনে করে অংশ নেওয়া সুন্নী জনসাধারণের নারায়ে তাকবির, নারায়ে রেসালাত ও গাউসিয়াতের ধ্বনিতে প্রকম্পিত হয় চারপাশ।

Related Articles

Back to top button