গাউসিয়া কমিটি হাটহাজারী (পশ্চিম) উপজেলার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

গতকাল শনিবার (৫ জুন) গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা (পশ্চিম) পরিষদের ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন পর্যায়ে আন্জুমানের সর্বোচ্চ যাকাত ফিতরা সংগ্রহকারী শাখাকে সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সংগঠনের সভাপতি আলহাজ্ব হারুন সওদাগরের সভাপতিত্বে ও উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা কাজী আবু সাঈদ এর সঞ্চালনায় হাটহাজারীস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভার কার্যকরী পরিষদের সদস্য, উপদেষ্টা ও সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।

এতে ১নং ফতেপুর ইউনিয়ন শাখা, ২নং চিকনদন্ডী ইউনিয়ন শাখা ও ৩নং গুমানমদ্দন ইউনিয়ন শাখাকে সর্বোচ্চ সংগ্রহক হিসেবে নির্বাচিত করা হয়। যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আলোকিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান আয়োজক কমিটি।

Related Articles

Back to top button