গাউসিয়া কমিটি ১০নং পূর্ব গুজরা শাখার সালানা ওরস ও ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন

কায়েছ উদ্দীন, রাউজান

গাউসিয়া কমিটি বাংলাদেশ ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় শোহাদায়ে কারবালার স্মরণে ও খাজা আব্দুর রহমান চৌরহভী (রহ.), আওলাদে রাসুল (দ.) রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর সালানা ওরস মোবারক, ফ্রি অক্সিজেন সেবা চালু ও তৈয়্যবীয়া পাঠাগার উদ্বোধন অনুষ্ঠান সভাপতি একে এম জাহাঙ্গীর আলম মেম্বার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দীনের সঞ্চালনায় বড় ঠাকুরপাড়া হামজারপাড়াস্থ খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধনী বক্তব্য রাখেন উত্তর জেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম আব্বাস উদ্দীন আহমেদ, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বাবুল মিয়া, উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি আবু বক্কর সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ, ইউনিয়ন গাউসিয়া কমিটির সাবেক সভাপতি আবদুল মালেক, আহমেদ সৈয়দ, জামাল উদ্দীন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নুর মুহাম্মদ আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন নোয়াপাড়া তাহেরীয়া মাদ্রাসার সুপার মাওলানা শওকত হোসেন রেজভী।

এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাওলানা আশেক বিন আবদুল আজিজ, মুহাম্মদ জসিম, জাহেদুল হক, মাওলানা আমিনুল ইসলাম কাউসার, জাহেদুল ইসলাম, তসলিম উদ্দীন, মুহাম্মদ আলী, আবদুল কাইয়ুম,মুহাম্মদ জাহাঙ্গীর আলম, নুরুল আমিন, মুহাম্মদ ফিরোজ, আবদুল্লাহ্ আল রোমান, শিহাব উদ্দীন সুলতানি, জয়নাল আবেদীন জাবেদ, হাফেজ হাসান ইমাম, ইমতিয়াজ রেজা প্রমুখ।

Related Articles

Back to top button
close