গাউসিয়া কমিটির কেন্দ্রীয় মানবিক ফান্ডে রাঙ্গুনিয়া সমিতি ওমান’র অনুদান হস্তান্তর
রাঙ্গুনিয়া প্রতিবেদক

ইউনাইটেড রাঙ্গুনিয়া সমিতি সালতানাত অফ ওমানের পক্ষ থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় মানবিক ফান্ডে দুই লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
আজ শনিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে অনুদান হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জমির উদ্দিন মাস্টার।
উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস।
এতে প্রধান বক্তা ছিলেন করোনায় মৃতের দাফন-সৎকার এবং রোগী সেবা কার্যক্রমের প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।
মোহাম্মদ শাহ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় মানবিক টিমের সদস্য আহসান হাবিব চৌধুরী হাসান, মোহাম্মদ আবদুল্লাহ, রাঙ্গুনিয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত মধ্যম-দক্ষিণ শাখার সভাপতি হাফেজ সৈয়্যদ রুহুল আমিন, রাঙ্গুনিয়া উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক আল কাদেরী, রাঙ্গুনিয়া পৌরসভার সভাপতি আব্দুর রহমান জামী, রাঙ্গুনিয়া পৌরসভা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, রাঙ্গুনিয়া মডেল ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা করিম উদ্দিন হাছান, গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া মধ্যম-দক্ষিন শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন সরোয়ার, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, সাদ্দাম হোসেন, ইউনাইটেড রাঙ্গুনিয়া সমিতি ওমানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন, অর্থ সম্পাদক জালাল উদ্দিন, যুগ্ম মহাসচিব রহুল আমিন, প্রতিনিধি মো. বখতিয়ার রেজা, এইচ এম ফরিদ, মাওলানা আবদুল খালেক, মাওলানা মখছুদ আলম প্রমুখ।