গাউসিয়া কমিটির ফ্রি এম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করলেন মোছলেম উদ্দীন আহমদ এমপি

মোহাম্মদ আরিফুল ইসলাম, বোয়ালখালী

গতকাল ২ মে (রবিবার) বিকাল ৩টায় বোয়ালখালী উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশন এর সহায়তায় গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখার ব্যবস্থাপনায় করোনায় মৃত ব্যক্তি ও যেকোন রোগীর সেবা দানের লক্ষ্যে ফ্রি এম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

উক্ত ফ্রি এম্বুলেন্স সার্ভিস অনুষ্টানে গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলার সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ এমপি, প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব করোনা স্বেচ্ছাসেবক টিমের প্রধান সমন্বয়ক আলহাজ্ব এডভোকেট মোসাহেব উদ্দীন বখতিয়ার, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক আবুল মুনছুর দৌলতী, বোয়ালখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি মাওলানা ওবাইদুল হক হক্কানী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশনের পরিচালক মতিউল ইসলাম বাবুল, ইকবাল জামিল জুয়েল,মাওলানা সোলায়মান রজবী, ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন,শফিউল আলম শেফু, আওয়ামী লীগ নেতা শফিউল আলম, শাহদাত হোসেন।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক শেখ সালাহ উদ্দীন,উপজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দিন, শ্রমিক লীগের সভাপতি সাইদুর রহমান খোকা, সিনিয়র সহ সভাপতি হাজী নাছের আলী, হাজী এসকান্দার আলম দিদার, আলম খাঁন,ফজলুল কবির, নজরুল ইসলাম, কাজী এম.এ জলিল, ওসমান গনি, নাজিম উদ্দিন, দিদার,বেলাল, মাহফুজ প্রমুখ।

Related Articles

Back to top button
close