গাউসিয়া কমিটির মানবিক টিমে যুক্ত হলো নতুন এ্যাম্বুলেন্স
নিজস্ব প্রতিবেদক

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১ টায় মানবিক ও আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর মানবিক সেবায় যুক্ত হলো আরো একটি নতুন এ্যাম্বুলেন্স। এ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব শাখা।
দৈনিক আজাদী চত্বরে এ্যামবুলেন্সটির উদ্বোধন করেন দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন।
এসময় আরও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, আলহাজ্ব এ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, এ্যাডভোকেট জাহাঙ্গীর আলমসহ গাউসিয়া কমিটি বাংলাদেশ, সৌদি আরব শাখা, মহানগর শাখা ও বিভিন্ন মহলের শুভাকাঙ্ক্ষীগণ।
উল্লেখ্য, এখন পর্যন্ত গাউসিয়া কমিটির সেবা খাতে মোট ৮টি এ্যাম্বুলেন্স যুক্ত হয়েছে।