গাউসিয়া কমিটি গাবগুলাতল শাখার আওতাধীন হযরত সিদ্দিকে আকবর (রা.) ইউনিটের কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান সদর গাবগুলাতল শাখার আওতাধীন হযরত সিদ্দিকে আকবর (রা.) ইউনিটের দ্বি-বার্ষিক কাউন্সিল সংগঠনের আহবায়ক মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ডাবুয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহের। প্রধান অতিথি ছিলেন করোনা দাফন-কাফন টিম রাউজানের প্রধান সমন্বয়ক আলহাজ্ব সৈয়দ মিয়া। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ দুধু মিয়া চৌধুরী। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি গাবগুলাতল শাখার সভাপতি এরফান উদ্দিন চৌধুরী মারুফ। নির্বাচন কমিশনার ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ গাবগুলাতল শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী আলকাদেরী। বক্তব্য রাখেন মাওলানা মোস্তফা শরীফ ইরফান, মুহাম্মদ জমির উদ্দিন, মুহাম্মদ মনির হোসাইন প্রমুখ।
কাউন্সিলে মুহাম্মদ আনোয়ার হোসেনকে সভাপতি, মেজবাহ উদ্দিন চৌধুরী আরমানকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ জমির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা মোস্তফা শরীফ ইরফানকে দাওয়াতে খায়ের সম্পাদক এবং মুহাম্মদ মনির হোসাইনকে অর্থ সম্পাদক মনোনীত করে আগামী দু’বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী পরিষদ ঘোষণা করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী আলকাদেরী।