গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের সাথে বায়েজিদ থানা শাখার মত বিনিময় সভা
বায়েজিদ প্রতিনিধি

গতকাল (১১ সেপ্টেম্বর) শনিবার সন্ধ্যা ৭ টায় মদিনা মঞ্জিলে গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়েজিদ থানার ব্যবস্থাপনায় আসন্ন জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রস্তুতি, দাওয়াতে খায়র বিষয়ক মতবিনিময় ও সাংগঠনিক পর্যালোচনা সভা বায়েজিদ থানা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল হামিদ সর্দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান সর্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে আলহাজ্ব তসকির আহমদ, মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল, মাওলানা ইলিয়াস আল-কাদেরী, কোতোয়ালি (পূর্ব) থানার সভাপতি আলহাজ্ব খাইর মুহাম্মদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহেদ হোসেন, খুলশী থানার সভাপতি ডা. আজিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মুহাম্মদ, পাহাড়লী থানার সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিন, পাচঁলাইশ থানার সহ সভাপতি হাজী মুহাম্মদ সেকান্দর সওদাগর, ৮ নং শুলকবহর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুহাম্মদ হায়দার আলী, মুহাম্মদ সুলতান উদ্দিন বেলাল প্রমুখ।
কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠের পর কমিটির সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইরশাদুল আলম হীরা, বক্তব্য রাখেন থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ সালামত আলী, মাওলানা শেখ আরিফুর রহমান, আলহাজ্ব মুহাম্মদ এনামুল হক সওদাগর, মুহাম্মদ জসিম উদ্দীন, মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ শহিদুল্লাহ, মহিউদ্দিন খোকন, সাদ্দাম হোসাইন, এডভোকেট মোতাহের হোসেন রাসিপ প্রমুখ।
সভায় থানাধীন ওয়ার্ড নেতৃবৃন্দরা সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।