গাউসিয়া কমিটি চন্দনাইশ মানবিক টিম কর্তৃক কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন সহায়তা
জোনাইদ জাকী, চন্দনাইশ

গতকাল (২৯’শে জুলাই) বৃহস্পতিবার বিকেল ৩টায় গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ মানবিক টিম কর্তৃক আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন সহায়তা সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের উদ্বোধনী কার্যক্রম ঐতিহ্যবাহী পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী কার্যক্রম গাউসিয়া কমিটি বাংলাদেশ কাঞ্চনাবাদ ইউনিয়নের সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ মানবিক টিমের সদস্য মোহাম্মদ আরাফাত হোসেনের সঞ্চালনায় শুরু হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখার সুযোগ্য সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান আল কাদেরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখার উপদেষ্টা জনাব মীর আহমেদ।
আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিমের সদস্য মোহাম্মদ রাজিব হোসেন রিফাত, মোহাম্মদ আরাফাত হোসেন, মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সুমন উদ্দিন, আবুল হোসেন সুজন প্রমুখ।