গাউসিয়া কমিটি তকিরহাট শাখার অভিষেক ও ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন | সেনানী নিউজ
মিজানুর রহমান মুন্না, ফটিকছড়ি

দক্ষিণ ফটিকছড়ির জাফতনগর ইউনিয়নে গাউসিয়া কমিটি বাংলাদেশ মোঃ তকিরহাট মানবিক টিমের আয়োজনে গতকাল (২২শে আগস্ট) রবিবার বিকাল ৫ টায় মোঃ তকিরহাট বাজার প্রাঙ্গণে করোনায় মৃতদের দাফন-কাফন ও সৎকারের পাশাপাশি ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান গাউসিয়া কমিটি বাংলাদেশ তকিরহাট শাখার সভাপতি জনাব জাকের হোসেন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক ছিলেন ১৭নং জাফতনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব এম এ হালিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণের সভাপতি আলহাজ্ব মাওনালা মুহাম্মদ জসিম উদ্দীন আবেদী।
সংবর্ধেয় অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কেন্দ্রীয় মানবিক টিমের সদস্য আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান।
মাষ্টার মুহাম্মদ ইয়াকুবের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব এম এ হামিদ, জাফতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মুহাম্মদ জিন্নাত আলী, গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণের সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা ইসমাইল আল কাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ সমিতিরহাট ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তারেক আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি মাওনালা বদিউল আলম আল কাদেরী, মাস্টার মুহাম্মদ শফিউল আজম, ইউপি সদস্য নাছির উদ্দীন, ইউপি সদস্য জনাব হারুন, ইউপি সদস্য ফরিদুল আলম, ইউপি সদস্য দিদারুল আলম, হুমায়ুন কবির ফয়েজ, মাস্টার জসিম উদ্দীন, মঈন উদ্দীন নওশাদ, হাফেজ মঈনউদ্দীন, আমির হোসেন, জিয়া উদ্দীন, জাবের, সাইমন, হাসান উদ্দীন, রুবেল হোসেন মঞ্জু, রাশেদুল আলম, জমির উদ্দীন, শওকত আকবর,ইমাদ উদ্দীন, মাওলানা আবদুল হাকিম, মাওলানা শাহেদ আলী সহ আরো অনেকে।
এরপর বাদে মাগরিব হতে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে ও হাফেজ কারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ)’র ওরস মোবারক উপলক্ষে মিলাদ মাহফিল এবং অত্র কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান গাউসিয়া কমিটি ফটিকছড়ি দক্ষিণের সাধারন সম্পাদক মাওনালা মুহাম্মদ নঈমুল হক নঈমী, প্রধান বক্তা ছিলেন মোঃ তকিরহাট জামে মসজিদের খতিব হাফেজ মাওনালা মুহাম্মদ ইমাম উদ্দীন আল কাদেরী।
পরে মিলাদ-ক্বিয়াম, দেশ ও জাতির শান্তি কামনায় দো’আ মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।