গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ চান্দগাঁও শাখার সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি

গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ চান্দগাঁও মডেল ইউনিট শাখার ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজানুল মোবারকের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার-সাহরী সামগ্রী বিতরণ অনুষ্ঠান নগরীর বহদ্দারহাটস্থ আর. বি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রায় ৩ শতাধিক গরীব-দুঃস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১৫ কেজি বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার বলেন, চলমান করোনা মহামারীর ক্রান্তিকালে গত বছরের মার্চ মাস থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে করোনায় মৃত কাফন-দাফন সৎকার, রোগী সেবায় ফ্রি অক্সিজেন ও এম্বুল্যান্স সার্ভিস, ভ্রাম্যমাণ করোনা সনাক্তকরণ স্যাম্পল কালেকশন বুথসহ বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। গতবছর লকডাউনের শুরুতে দেশের লক্ষাধিক পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ বছরও লকডাউনকে কেন্দ্র করে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী শাখা কমিটি দেশের প্রত্যন্ত এলাকায় দেড় লক্ষাধিক পরিবারের মাঝে জরুরি খাবার সামগ্রী পৌঁছে দেয়ার কাজে নিয়োজিত রয়েছে উল্লেখ করে সর্বস্তরের বিত্তবানদের গাউসিয়া কমিটির এ মহৎ-মানবিক সেবা কর্মসূচিতে সহযোগিতার আহবান জানান।

এতে উদ্বোধক ও প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, করোনা রোগী সেবা ও যুগ্ম-মহাসচিব, মৃতদেহ কাফন-দাফন কর্মসূচির প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। বক্তাগণ বলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী (রহ.) দ্বীনের পুনর্জীবন দানের মাধ্যমে মানবতার যে উম্মেষ ঘটিয়েছিলেন তার চূড়ান্ত রূপ দেয়ার মহান ব্রতে গাউসে জামান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র অঙ্গ সংগঠন হিসেবে গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। সে কারণেই গাউসিয়া কমিটির কর্মীরা করোনা মহামারীর বিপন্ন মানবতার সেবায় নিবেদিত থেকে ঈমানী দায়িত্ব পালন করে যাচ্ছেন।

দক্ষিণ চান্দগাঁও গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুল হক বীর প্রতীকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ হাসান খোকন এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম, সহ-সভাপতি আলহাজ্ব তছকির আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মনির উদ্দীন সোহেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আলকাদেরী, উত্তর জেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মুহাম্মদ এরশাদ খতিবী, চান্দগাঁও থানার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শামসুল আলম সওদাগর, বায়োজিদ থানার সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ হাবিবুর রহমান সর্দার, হালিশহর থানার সেক্রেটারী মোহাম্মদ আলী নেওয়াজ, কর্ণফুলী থানার সেক্রেটারী মোহাম্মদ ইলিয়াস মুন্সী, কোতোয়ালী থানার সভাপতি আলহাজ্ব খায়র মোহাম্মদ, সেক্রেটারী মোহাম্মদ জাহেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু আলম আবদুল্লাহ, চান্দগাঁও ৪নং ওয়ার্ডের সেক্রেটারী মোহাম্মদ জালাল উদ্দিন মানিক, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের সেক্রেটারী মুহাম্মদ হোসাইন খোকন, আবদুর রহমান জাহাঙ্গীর, আলহাজ্ব মুজাফফর আহমদ, মুহাম্মদ সেলিম, নুরুল ইসলাম সাগর, মোহাম্মদ মহিউদ্দিন, নুর মুহামদ, মুহাম্মদ পারভেজ, নুরুল হক মানিক, মোহাম্মদ কামাল, মোহাম্মদ জসিম, মাওলানা ইদ্রিস চৌধুরী, মাওলানা মুহাম্মদ মহসিন, আলহাজ্ব মোহাম্মদ নাছের, মোহাম্মদ নুরুল ইসলাম বাবু, মোস্তাফিজুর রহমান শহীদ, মুহাম্মদ জাহেদুল ইসলাম মামুন, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইমতিয়াজ, মোহাম্মদ আবদুল মালেক, সাইফুল করিম বাপ্পা, মুহামদ হাছান, মোহাম্মদ মারূফ, মোহাম্মদ শাওনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে তিন শতাধিক পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Related Articles

Back to top button
close