গাউসিয়া কমিটি বাংলাদেশ পূর্ব চাঁপাছড়ী ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে মাহফিল

এম বোরহান উদ্দিন টিপু, নিজস্ব প্রতিবেদক

গত শুক্রবার মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ পূর্ব চাঁপাছড়ী ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।

উক্ত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ হারুন-অর-রশিদ,কর্মকর্তা; আবুল খায়ের ইন্ডাস্ট্রি কোং লিমিটেড।প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করেন সুন্নী জগতের নয়নমণি, উদীয়মান তরুন বক্তা শায়খ মাওলানা সোলাইমান আলী রজভী, প্রতিষ্ঠাতা; আল-আজহার তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা, চট্টগ্রাম। প্রধান বক্তা হিসাবে তকরির পেশ করেন আলহাজ্ব মাওলানা দিদারে আলম নূরী, আরবি প্রভাষক; পশ্চিম চাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, আনোয়ারা, চট্টগ্রাম।বিশেষ আলোচক হিসেবে তকরির পেশ করেন মাওলানা জসীম উদ্দীন সিদ্দিকী, দাওয়াতে খায়ের সম্পাদক; গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলা (উত্তর) শাখা,আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক আলকাদেরী,খতিব; পূর্ব চাঁপাছড়ী ভাঙ্গা জামে মসজিদ। মাওলানা মাহমুদুল ইসলাম সাহেব, খতিব; পূর্ব চাঁপাছড়ী আব্দুস সালাম তালুকদার জামে মসজিদ।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন জনাব আব্দুল করিম মজুমদার, উপদেষ্টা ; গাউসিয়া কমিটি বাংলাদেশ পূর্ব চাঁপাছড়ী ৯নং ওয়ার্ড শাখা।আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বিভিন্ন শাখা এবং ছাত্র সেনার নেতৃবৃন্দ।

উক্ত মাহফিলে বক্তারা কুরআন ও হাদিসের আলোকে সুন্দর ভাবে বয়ান করেন এবং গাউসিয়া কমিটি বাংলাদেশে বিভিন্ন অবদান তুলে ধরেন।পরিশেষে মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।

Related Articles

Back to top button
close