গাউসিয়া কমিটি মহানগর নেতৃবৃন্দের সাথে খুলশী থানা শাখার মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

গাউসিয়া কমিটি বাংলাদেশ খুলশী থানার ব্যাবস্থাপনায় আসন্ন জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)’র প্রস্তুতি, দাওয়াতে খায়র বিষয়ক মতবিনিময় ও সাংগঠনিক পর্যালোচনা সভা গত ৩০শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থানা গাউসিয়া কমিটির সভাপতি ডা. মুহাম্মদ আবদুল আজিজের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক নুর মুহাম্মদের সঞ্চালনায় লালখান বাজারস্থ শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর জনাব আবুল হাসনাত বেলাল, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে আলহাজ্ব তসকীর আহমদ, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল, মাওলানা মোহাম্মদ ইলিয়াস আলকাদেরী, কোতোয়ালী পশ্চিম থানার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ছালামত উল্লাহ, কোতোয়ালী পূর্ব থানার সভাপতি আলহাজ্ব খায়র মুহাম্মদ, সাধারন সম্পাদক মুহাম্মদ জাহেদ হোসেন, বন্দর থানার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হাসান, বায়েজিদ থানার সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদুল আলম হীরা, পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিন, হালিশহর থানার সাধারণ সম্পাদক লায়ন এম এ নেওয়াজ, ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সেক্রটারী আবদুল করিম সেলিম, মুহাম্মদ আজাদ, মুহাম্মদ সুলতান উদ্দিন বেলাল প্রমুখ।

কুরআন তেলাওয়াত ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠের পর কমিটির সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন থানা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নুর মুহাম্মদ, বক্তব্য রাখেন থানা কমিটির সাবেক সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা আলহাজ্ব ছিদ্দিক আহমদ, খুলশী থানার সহ সভাপতি আলহাজ্ব জি এম ফারুক, লালখান বাজার ওয়ার্ডের সহ সভাপতি নুরুল ইসলাম, লালখান বাজার ওয়ার্ডের সাবেক সভাপতি আলহাজ্ব জাকির হোসেন চৌধুরী, সাবেক সভাপতি আলহাজ্ব আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা আবু কায়সার, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আবুল হাসান, সৈয়দ শরফুদ্দীন, মনির হোসেন, শামসুল আলম শওকত, রফিকুল ইসলাম রানা, মুহাম্মদ জহির উদ্দিন, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ শারফিন প্রমুখসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভায় থানাধীন ওয়ার্ড নেতৃবৃন্দরা সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।

Related Articles

Back to top button
close