গাউসিয়া কমিটি মাইজপাড়া দক্ষিণ ইউনিটের অক্সিজেন সেবা উদ্বোধন
কায়েছ উদ্দীন, রাউজান

গতকাল (৩০শে আগস্ট) সোমবার সন্ধ্যা সাত টায় গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা মাইজপাড়া দক্ষিণ ইউনিট শাখা’র পক্ষ হতে ফ্রী অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে গহিরা মাইজপাড়া দক্ষিণ ইউনিট শাখার সম্মানিত উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে ও সংগঠের সাধারণ সম্পাদক কে.এম. তাজুল ইসলাম আসিফ ও সংগঠনের সহ-সভাপতি কে. এম জুলফিকার আলির যৌথ পরিচালনায় কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন অত্র সংগঠনের দপ্তর সম্পাদক হাফেজ মুহাম্মদ কায়সার, নাত রাসুল পরিবেশন করেন সায়ের মুহাম্মদ সাইফুল ইসলাম।
এতে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরহাদুল আবেদিন সাকিল, প্রধান অতিথি ছিলেন অর্থ সম্পাদক মুহাম্মদ এনামুল কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহ-অর্থ সম্পাদক শওকত আহমেদ, মুহাম্মদ আরিফ খন্দকার, মুহাম্মদ সালেহীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ রাশেদুল ইসলাম, অত্র শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শরীফ উদ্দীন ও দাওয়াতে খইর সম্পাদক মাওলানা মুহাম্মদ খোরশেদুল আলম।
এতে আরও উপস্থিত ছিলেন শিহাব,জুয়েল, আবু বক্কর,সাব্বির, তাওহীদ, আরমান, আরিফ, আসিফ, হোসাইন, জিয়াউল, সাইফুল, নয়ন, ফারহান, আবিদ, নাফিজ, তাহিম, জিসান, রাফিও, প্রমুখ।
এতে মিলাদ কিয়াম পরিচালনা করেন সায়ের মুহাম্মদ রবিউল হোসাইন ও সভাপতি মহোদয় সমাপনী বক্তব্য ও আখেরী মুনাজাতে মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
উল্লেখ্য, গাউসিয়া কমিটি বাংলাদেশ গহিরা শাখার পক্ষ হতে মাইজপাড়া দক্ষিণ ইউনিট শাখার ফ্রী অক্সিজেন সেবার জন্য নগদ অর্থ প্রদান করেন।