গাউসিয়া কমিটি রাউজান কলেজ শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

মিজানুর রহমান মুন্না, নিজস্ব প্রতিবেদক

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান সরকারি কলেজ শাখার ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার ( ২৩শে সেপ্টেম্বর) আওলাদে রাসূল হাফেজ ক্বারী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র সালানা ওরশ মোবারক ও অত্র শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন রাউজান কলেজ সাজেদা কবির চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রথম অধিবেশনে কলেজ শাখার সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজুর রহমান সাবিকের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, কাউন্সিলর ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, গাউসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তরের সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, মাওলানা এম এ মতিন, আলহাজ্ব নুরুল আমিন সওদাগর, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা শওকত হোসেন, সৈয়দ মিয়া, মিজানুর রহমান, আশেকুল ইসলাম, মোরশেদুল আলম, আবদুল আওয়াল সুজন, মাওলানা বোরহান কাদের,মাওলানা আহমদুল ইসলাম, শাহাজাহান তালুকদার, নাহিম উদ্দিন খোকন, রবিউল হোসেন সুমন, শাহারিয়ার সাকিব, মঈনুদ্দীন জামান চিশতি, শাহেদুল ইসলাম, সাংবাদিক ইউসুফ চৌধুরী, সাংবাদিক তৈয়্যব চৌধুরী, সাংবাদিক রবিউল হোসেন প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সকলের সিদ্ধান্তমতে মুহাম্মদ নিয়াজুর রহমান সাবিক সভাপতি, মুহাম্মদ মনির উদ্দিন সাধারণ সম্পাদক ও মুহাম্মদ সাবের হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন আরিফ বিন হোসেন সাকিব,সাবরিয়াতুল ইসলাম, মাকসুদুল আলম, আবদুল্লাহ আল সাকিব, আরফান, ইভান, আরমান, সিরাজুল ইসলাম, রাকিব জাহাঙ্গীর, মোফাচ্ছেল, লোকমান হাকিম, আজাদ হোসেন, রবিউল হোসেন, মিল্লাত হোসেন, সায়মন, মাইনুল, মিল্লাত হোসেন, রুবেল, সাহাদাত, সাজেদুল আলম, রাকিব, আশরাফুল আলম, হাবিবুর রহমান, জিসান,নিজাম, আকিব, করিম, হামিদ রেজা, রাব্বি, বেলাল, সাদেক হোসেন, শাহেদ, ইয়াছিন, কিবরিয়া হাসান, তাসফি, নিশান, মিনহাজ, মিজান,ইমন, নুুরুল আজম প্রমুখ।

Related Articles

Back to top button
close