গাউসিয়া কমিটি রাউজান সরকারি কলেজ শাখার পুরস্কার বিতরণ ও নবীন বরণ সম্পন্ন
কায়েছ উদ্দিন, রাউজান

আজ (বুধবার) গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান সরকারি কলেজ শাখার ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতা-২০২১’র পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান কলেজ গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ নিয়াজুর রহমান সাবিকের সভাপতিত্বে রাউজান কলেজের সাজেদা কবির চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি জনাব ফারাজ করিম চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মাননীয় মেয়র জনাব জমির উদ্দিন পারভেজ, প্রধান বক্তা গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-মহাসচিব ও করোনা দাফন-কাফন জাতীয় কমিটির আহবায়ক জনাব আলহাজ্ব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ার, বিশেষ অতিথি রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সেলিম নাওয়াজ চৌধুরী, গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবীব হাসান, উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, আলহাজ্ব নুরুল আমিন সওদাগর, মুহাম্মদ সাইদুল ইসলাম, আহমেদ সৈয়্যদ, মিজানুল করিম রাহাত, মুহাম্মদ পারভেজ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, ইমতিয়াজ জামাল নকিব, মঈনুদ্দিন জামাল চিশতি।
যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল সাকিবের সঞ্চালনায় বক্তারা বলেন, রচনা প্রতিযোগিতার মতো সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের জন্য মেধা বিকাশের অন্যতম মাধ্যম। পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান-বিজ্ঞানের চর্চার করার জন্য বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অপরিসীম। রাউজান কলেজ গাউসিয়া কমিটির আজকের সুন্দর আয়োজন নতুন মাইলফলক হয়ে থাকবে। করোনা কালিন গাউসিয়া কমিটির দাফন-কাফন ও সেবামূলক বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ।
উপস্থিত ছিলেন কলেজ গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবরিয়াতুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ মনির উদ্দীন, বোরহান উদ্দিন, আরফান উদ্দিন, মেহেদি হাসান আরমান, ওসমান গনি, সিরাজ চৌধুরী, শাহরিয়ার ইভান, সাবের হোসেন, লোকমান হাকিম, রাকিব জাহাঙ্গীর, রবিউল হোসেন, মাইনুল ইসলাম, ইফতেখার হাসান, আজাদ হোসেন, সৈয়দ আবু হাসান, হামিদ রেজা, শাহাদাত হোসেন, আশরাফ রিয়াদ, সাদেক জিসান, ইমরান হোসেন, সাজিদ চৌধুরী, সাইদুল, মুহাম্মদ মনির, সাইদুল ইসলাম এবং কলেজ সকল নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী বিজয়ীকে রাউজান পৌরসভার মাননীয় মেয়র জনাব জমির উদ্দিন পারভেজ মহোদয় এর সৌজন্যে একটি আকর্ষনীয় ল্যাপটপ প্রদান করা হয়। এবং অন্যান্যদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও মেধাবৃত্তি এবং উপস্থিত প্রায় ৭০০ ছাত্রছাত্রীদের কে শুভেচ্ছা সরূপ গাউসিয়া কমিটির লোগো খচিত কলম উপহার দেওয়া হয়। এবং গাউসিয়া কমিটির করোনা কালীন বিভিন্ন কার্যক্রমের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।