গাউসিয়া কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন
সোহরাব হোসাইন, সীতাকুণ্ড

গতকাল (২৫’শে ফেব্রুয়ারি) শুক্রবার বাদে জুমা সীতাকুণ্ডস্থ মাদ্রাসায়ে মুহাম্মদিয়া আহমদিয়ায় সীতাকুণ্ড গাউসিয়া কমিটি উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল আউয়াল আল কাদেরী, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা গাউসিয়া কমিটির সভাপতি জমির হোসাইন তালুকদার। প্রধান বক্তার বক্তব্য পেশ করেন উত্তরজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ড. কামাল উদ্দীন আজাহারী উত্তর জেলা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান চৌধুরী, দপ্তর সম্পাদক ইউচুপ চৌধুরী, অর্থ সম্পাদক খোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব, অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিন, জামাল উদ্দিন, হাফেজ আহমদ, মাওলানা মুফতি ওমাইর রজবী প্রমুখ।
কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে উত্তরজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানের পরিশেষে অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল’কে সভাপতি, মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী’কে সাধারণ সম্পাদক, মুহাম্মদ মনজুর ইলাহী’কে সাংগঠনিক সম্পাদক ও ইঞ্জিনিয়ার রফিক’কে অর্থ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।