গাউসিয়া কমিটি হাটহাজারী পৌরসভা শাখার উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

মিনহাজ উদ্দিন, হাটহাজারী

গতকাল ০৭ মে’২১ (শুক্রবার) বিকাল ৪ টায় গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ঘোষিত কর্মসূচীর আওতায় গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পৌরসভা শাখার আয়োজনে ১০০ পরিবারকে ইতফার ও সাহরী সামগ্রীর বিতরণ অনুষ্ঠান পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন রুবেলের সঞ্চালনায় সভাপতি আলহাজ্ব ছৈয়দ আহমদ হোসেন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার বলেন-বৈশ্বিক করোনা মহামারীর কারণে অসহায় পরিবারকে গত বছর ১ (এক) লক্ষ পরিবারকে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়, তারই ধারাবাহিকতায় বর্তমানে আবারো করোনী মহামারীর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় লকডাউনের কারণে দেড় লক্ষ অসহায় দুস্থ পরিবারকে ইফতার ও সাহরী সামগ্রী বিতরণের কর্মসূচী হাতে নেওয়া হয়। এ কর্মসূচীর অংশ হিসেবে হাটহাজারী পৌরশাখা হতে প্রথমধাপে ১০০ পরিবারকে সহায়তা প্রদান করা হচ্ছে। এ সহায়তা কেন্দ্র, জেলা ও উপজেলা থেকে শুরু করে ইউনিট শাখা পর্যন্ত কার্যক্রম চলছে। তাছাড়াও করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির দাফন-কাফন, অক্সিজেন সেবা, এ্যাম্বুলেন্স সার্ভিস সেবা, ১০০ টাকায় করোনা পরীক্ষা প্রতিনিয়ত অব্যহত রয়েছে। এমনকি প্রবাসে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিকে দেশে এয়ারপোর্ট হতে বাড়ীতে নিয়ে আসার মহান কাজটাও গাউসিয়া কমিটির এ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে করা হচ্ছে। যারা বিপদে মানুষের পাশে দাড়াতে অভ্যাস্থ সাহস করে এবং ইচ্ছা আছে, তারা যে কোন মানুষের পাশে দাড়াতে পারবে। গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর ভাইদের চ্যালেঞ্জ মোকাবেলার সাহস যোগিয়েছে, শুধু করোনা মহামারী নয়, ভবিষ্যতে যে কোন দূর্যোগে বাংলাদেশ সরকার চাইলে গাউসিয়া কমিটির ভাইদেরকে কাজে লাগাতে পারবেন।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-গাউসিয়া কমিটির বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-গাউসিয়া কমিটির বাংলাদেশ হাটহাজারী উপজেলা পশ্চিম পরিষদের সভাপতি জনাব আলহাজ্ব মুহাম্মদ হারুন সওদাগর, বিশেষ অতিথি-হাটহাজারী পৌরসভা শাখার উপদেষ্টা জনাব এস.এম. রফিকুল হাসান, পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল মাবুদ আইয়ুব, পৌর ব্যবসায়ী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ছগির আহমদ।

এতে আরো উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পৌরসভা শাখার সহ-সাধারণ সম্পাদক-মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ নুরুল আজিম, মুহাম্মদ শাহেদুল আলম, মাওঃ মুহাম্মদ শাহজান কাদেরী, মুহাম্মদ জয়নাল, মুহাম্মদ মুনির হোসেন, মুহাম্মদ আরফানুল হক বাদল, মাওঃ শহিদুল, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ শাকিল, মুহাম্মদ নজিবুল বশর, মুহাম্মদ সুমন আলী, মুহাম্মদ নাছির উদ্দীন, শহিদুল ইসলাম মুন্না, মুহাম্মদ রিফাত, মুহাম্মদ মোজাম্মেল প্রমুখ।

Related Articles

Back to top button
close