গাউসিয়া কমিটি ৯নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বোরহান উদ্দিন, নিজস্ব প্রতিবেদক

গাউসিয়া কমিটি বাংলাদেশের ৪নং বাহারচরা ৯নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বোরহান উদ্দিন টিপু সভাপতি ও মোহাম্মদ আলমগীর সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা উত্তর দাওয়াতে খায়ের সম্পাদক মাষ্টার মাওলানা জসিম উদ্দীন ছিদ্দিক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুরশেদ অর্থ সম্পাদক বাহারচরা ইউনিয়ন শাখা,নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ, আবদুল হালিম সহ-দপ্তর সম্পাদক বাহারচরা ইউনিয়ন।

উল্লেখ্য, গাউসিয়া কমিটি বাংলাদেশ সংগঠনটি প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গে মারা যাওয়া মানুষের লাশ দাফন-সৎকারসহ নানা কাজের মাধ্যমে মানবসেবার অন্যরকম উদাহরণ তৈরি করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। গত এক বছরে সারাদেশে প্রায় ৫ হাজার লাশ দাফন ও সৎকার করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া ও আনায় অ্যাম্বুলেন্স সেবা, বিনামূল্যে ওষুধ প্রদান ও অসহায়-দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। করোনার এই দুঃসময়ে তাদের অনন্য সেবা কার্যক্রমে জোরালো হয়েছে অক্সিজেন সেবা। সম্প্রতি লাশ দাফন ও খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি জীবন রক্ষায় রোগীদের অক্সিজেন সেবাকে সমানে গুরুত্ব দিচ্ছে মানবিক এই সংগঠনটি।

Related Articles

Back to top button
close