গৃহহীনকে ঘর তৈরি করে দিল গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সর্তা শাখা

নিজস্ব প্রতিবেদক

গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সর্তা শাখা ও খানকাহ্-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ও ওমদা মিয়া নুরাণী কমপ্লেক্সের সৌজন্যে একজন গৃহহীন ব্যক্তিকে একটি ঘর তৈরি করে দেওয়া হয়।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, যারা নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা। সহযোগিতা পেলে আরো কার্যক্রম নেয়া হবে বলে  জানোনা হয়।

Related Articles

Back to top button
close