চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ের সাথী গাউসিয়া কমিটি বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি

আজ রবিবার (১ আগষ্ট) পূর্ব চন্দনাইশ ৭নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা সোলাইমান চৌধুরী (৭২) (পিতা- মৃত ফয়েজ আহমদ চৌধুরী) করোনা উপসর্গ (শ্বাস কষ্ট) নিয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

তাঁর গোসল কাফন-দাফন ও সার্বিককাজের সহযোগিতায় এগিয়ে আসে করোনাকালীন সময়ে মানবিক কাজে নিয়োজিত সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ।

প্রথমে কর্ণফুলী টিমের তত্ত্বাবধানে চট্টগ্রাম থেকে চন্দনাইশ পর্যন্ত ফ্রি অ্যাম্বুলেন্স সহায়তা দিয়ে লাশটি সম্মানের সহিত গাউসিয়া কমিটি চন্দনাইশ মানবিক টিমের কাছে হস্তান্তর করা হয়।

গাউসিয়া কমিটি বাংলাদেশ

গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ মানবিক টিমের প্রধান ও চন্দনাইশ উপজেলা পরিষদের মাননীয় ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী’র নেতৃত্বে মরহুমের গোসল, কাফন, জানাযা ও দাফন সম্পন্ন হয়।

দাফন-কাফনে সহযোগিতায় ছিলেন মাওলানা ইব্রাহিম, ইলিয়াস কাঞ্চন, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ তারেক, মোহাম্মদ আরাফাত উদ্দীন, মোহাম্মদ মহিউদ্দিন, আরাফাতুল হক বাবু, মামুনুর রশীদ, জুনাইদ উদ্দীন, পারভেজ, ফারুক, সোহেল। এবং সার্বিক তত্বাবধানে ছিলেন গাউসিয়া কমিটি চন্দনাইশ টিমের প্রধান সম্বনয়ক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ।

গাউসিয়া কমিটি মানবিক টিমের সেবা সম্পর্কে মরহুম বীর মুক্তিযোদ্ধার সন্তান রাফসান চৌধুরী বলেন যে, গাউসিয়া কমিটির এই নিঃস্বার্থ ও মহৎ সেবায় আমি সারাজীবন চিরঋণী।

Related Articles

Back to top button
close