চন্দনাইশে শোহাদায়ে কারবালা মাহফিল ও আল্লামা তৈয়্যব শাহ (রহ.)’র ওরস মোবারক

কাজী মুহাম্মদ জুনাইদ জাকী, চন্দনাইশ

গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে, মুর্শিদে বরহক আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) ও মহিলা প্রশিক্ষণ কর্মশালা গতকাল (১১ সেপ্টেম্বর) শনিবার বরকালের মহাজনঘাটাস্থ ফয়েজ কনভেনশন সেন্টার উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা আব্দুল গফুর খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

প্রথম অধিবেশন

এতে প্রথম অধিবেশনে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা বিভাগের মুয়াল্লিমাগণের তত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মাওলানা সৈয়দ জালাল উদ্দীন আযহারী, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াতে খায়র মুয়াল্লিম মাওলানা মুহাম্মদ ইমরান হাসান কাদেরী।

প্রায় সাতশত মহিলা প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দাওয়াতে খায়র কেন্দ্রীয় মহিলা বিভাগের মুয়াল্লিমাগণ।

২য় অধিবেশন

২য় অধিবেশন বাদে আসর হতে শোহাদায়ে কারবালা মাহফিল ও আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর ওরস মোবারকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন সাহেব।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় যুগ্ম- মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমর উদ্দীন সবুর।

এতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “১৯৮০ সালে গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা ছিলো আল্লামা তৈয়ব শাহ (রহ.) এর অন্যতম যুগান্তকারী সিদ্ধান্ত। করোনাকালে গাউসিয়া কমিটির মানবিক কার্যক্রম সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।”

এতে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, মাওলানা ফেরদৌসুল আলম খান কাদেরী, মাওলানা সোলাইমান ফারুকী, মাওলানা খোরশেদুল আলম রিজভী, মোহাম্মদ মিজবাহ উদ্দীন, মাওলানা সিরাজ উদ্দীন কাদেরী, মাওলানা মিশকাতুল ইসলাম, মোরশেদুল আলম, ঈসমাইল চৌধুরী হানিফ, মুহাম্মদ খোকন হোসাইন, মুহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী প্রমুখ।

Related Articles

Back to top button
close