ছোট ভাইয়ের পর বড় ভাই চলে গেলেন পরপারে, দাফন-কাফনে গাউসিয়া কমিটি শাহরাস্তি উপজেলা
মোজাম্মেল হোসাইন, চাঁদপুর

গতকাল (২৯ জুলাই) বৃহস্পতিবার মহামারী করোনায় আক্রান্ত হয়ে জনাব নুরুল ইসলাম ইন্তেকাল করেন, তাঁর জানাজা দাফন-কাফন সম্পন্ন করেছে গাউসিয়া কমিটি করোনার লাশ দাফন-কাফন মানবিক টিম শাহরাস্তি উপজেলা শাখা।
এর আগে গত সোমবার (২৬ জুলাই) মৃত ব্যক্তির আপন ছোট ভাই জনাব আবুল কাশেম ডিলার সাহেব ইন্তেকাল করেন। তাঁর দাফন কাফনও সম্পন্ন করেছিল গাউসিয়া কমিটির করোনা লাশ দাফন টিম। আর এর ৪দিন আগে আবুল কাশেম ডিলার সাহেবের জামাতা ইন্তেকাল করেন শশুর গৃহে, সাথে পৃথিবীতে রেখে গেলেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়া করোনা পজেটিভ স্ত্রীকে। তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
করোনা উপসর্গ থাকায় জনাব নুরুল ইসলামের স্বজনেরা গাউসিয়া কমিটি বাংলাদেশের করোনা লাশ দাফন কাফন মানবিক টিমের সহায়তা চাইলে, তাঁরা উক্ত মৃত ব্যক্তির দাফন আজ সকাল শুক্রবার (৩০ জুলাই) ১০টায় সম্পন্ন করেছে।