জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী দ. উদযাপনে চ.সি.ক মেয়রের সার্বিক সহযোগিতার আশ্বাস
নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার আসন্ন পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপনে সার্বিক সহযোগিতার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এম রেজাউল করিম চৌধুরীর সাথে গাউসিয়া কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত হয়েছে।
গাউসিয়া কমিটি বাংলাদেশ এর পক্ষে প্রতিনিধিত্ব করেছেন কেন্দ্রীয় পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, সাবেক কাউন্সিলর মুহাম্মদ হোসেন, নগর কমিটির আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম, আলহাজ্ব তসকীর আহমদ, মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাদ্রাসা পরিদর্শক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী প্রমুখ।