টানা ৭২ঘন্টায় তিনটি লাশের দাফন সহায়তায় গাউসিয়া কমিটি বোয়ালখালী মানবিক টিম

আরিফুল ইসলাম, বোয়ালখালী

করোনা মহামারির এই সময়ে গত ১০শে জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত টানা (৭২ঘন্টা) তিন দিনে করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করা ৩টি লাশের কাফন দাফন সহায়তয় ছিল গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী মানবিক টিম।

গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী দাফন-কাফন টিমের টিম লিডার এস. এম মমতাজুল ইসলাম বলেন, প্রিয় বোয়ালখালীবাসী আপনারা সকলে ঘরে থাকুন সুস্থ থাকুন এবং সকলে মাস্ক ব্যবহার করুন, বিগত দেড় বছর ধরে দাফন কাফন, এম্বুলেন্স সেবা, অক্সিজেন সেবা সহ বিভিন্ন ভাবে আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের পার্শ্বে ছিলাম এবং আমাদের শেষ নিশ্বাস থাকা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশ্বে থাকবো, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের যে কোন বিপদ আপদে গাউসিয়া কমিটি আপনাদের পার্শ্বে রয়েছে।

গতকাল পূর্ব চরণদ্বীপের আব্দুস শুক্কুর এর জানাযার নামাজের পূর্বে তিনি এসব কথা বলেন।

গতকাল ১২ই জুলাই রোজ সোমবার পূর্ব চরণদ্বীপ নজরা পাড়ার মরহুম আব্দুর রহিম বক্সের ছেলে আলহাজ্ব আব্দুস শুক্কুর এর দাফন সম্পন্ন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী মানবিক টিম। তার গোসল ও কাফনে সহায়তা করেন গাউসিয়া কমিটির মহানগরের একটি টিম।

এর আগের দিন ১১ই জুলাই উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা আনোয়ার খাঁনের দাফন সহায়তা দেন বোয়ালখালী গাউসিয়া কমিটি। তাঁর গোসল-কাফনে সহায়তা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পাঁচলাইশ মানবিক টিম ও এম্বুলেন্স সেবা দেন গাউসিয়া কমিটি বাংলাদেশ টিম কর্ণফুলী।

এবং গত ( ১০শে জুন) শনিবার উপজেলার ছনদন্ডী গ্রামের মৃত নুরুল আলমের স্ত্রী, বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান এস,এম সেলিমের চাচী ও পোপাদিয়া ইউনিয়ন (পশ্চিম) যুবসেনার সভাপতি শেখ আহম্মেদ ইমতিয়াজ এর নানী জাহানারা বেগম এর কাফন দাফন সম্পন্ন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী মানবিক টিম। এর আগে চট্রগ্রামের একটি বেসরকারী হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহণ করে মৃতের গোসল সম্পন্ন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশের মহিলা টিম,গোসল ও কাফনের কাজ শেষ করে গাউসিয়া কমিটির এম্বুলেন্স যোগে বোয়ালখালী গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

লাশ গুলো দাফন সম্পন্ন করতে শেখ মোহাম্মদ সালাউদ্দিন ও টিম লিডার এস. এম মমতাজুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে দাফন কাজে অংশগ্রহণ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী দাফন কাফন টিমের সদস্য মোহাম্মদ দিদারুল আলম, আবুল হাসেম, মুহাম্মদ এনাম উদ্দিন, মোহাম্মদ আবদুল অদুদ আরজু, মোহাম্মদ আবুল মনসুর, মোহাম্মদ আরিফুল ইসলাম ইমন, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ মাহফুজ আলম, মোহাম্মদ নাঈম উদ্দীন প্রমুখ।

Related Articles

Back to top button
close