দেশ ও জাতির খেদমত করা গাউসিয়া কমিটির লক্ষ্য – কাউন্সিল অধিবেশনে বক্তারা
নিজস্ব প্রতিনিধি

ইসলাম সবার আগে মানবতার কথা বলে। সৃষ্টির সেবা করার নামই তরীকত। দেশ ও জাতির খেদমত করা গাউসিয়া কমিটি বাংলাদেশ এর লক্ষ্য। আকারান সড়ক ইউনিট এর কাউন্সিল অধিবেশনে বক্তারা।
গত ৮ই মার্চ রোজ বুধবার আরাকান হাউসিং সোসাইটির আলম ভিলা প্রাঙ্গনে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আঙ্গ সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ আরাকান সড়ক ইউনিট শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়।
আহবায়ক এরফানুল মান্নান এর সভাপতিত্বে এবং শাহ মিজানের সঞ্চালনায় এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মনির উদ্দীন সোহেল। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও পিলখানা আবাসিক এর সম্মানিত সভাপতি জনাব শেখ সোহরাওয়ার্দী। এতে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পাঁচলাইশ থানা ও ৮ নং শুলকবহর ওয়ার্ড ও আরাকান ইউনিট শাখার নেতৃবৃন্দ যথাক্রমে ওয়ার্ড সভাপতি ইয়াকুব চৌধুরী, সেক্রেটারি আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক ডা জি এম রোমান, প্রকাশনা সম্পাদক ফারুক, এ এস এফ সদস্য শেখ শরফুদ্দিন সৌরভ সহ অনেকে।
আরাকান সড়ক ইউনিটের রিয়াদুর রহমান, তারেকুল মান্নান, মাহমুদুর রহমান, সানাউল্লাহ, তারেক জিশান, নুরুল মান্নান, নুরুদ্দিন মঞ্জু, জাহেদ ইমরান বাবু, মহিম কাদেরি, মুহাম্মদ আসিফ, নাছিম ইসলাম, শাহাদাত হোসেন, মুহাম্মদ মোরশেদ, শাহাজাদা ফারহান, মুহাম্মদ খোকন, কায়ুম উদ্দীন ফাহিম, মুহাম্মদ রাইহান, শেখ জাওয়াদ প্রমূখ।
শেষে এরফানুল মান্নন কে সভাপতি, শাহ মিজান কে সিনিয়র সহ – সভাপতি, রিয়াদুল রহমান সেক্রেটারি ও মাহমুদুর রহমান কে সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক করে ত্রিশজন বিশিষ্ট পূণর্াঙ্গ কমিটি গঠন করা হয়।