দৈনিক আজাদী’র প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল খালেক (রহ.) স্মারক আলোচনা ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক আজাদী’র প্রতিষ্ঠাতা ও সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.)’র অন্যতম খলিফা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আব্দুল খালেক আল কাদেরী (র.)’র ৫৯ তম ওফাতের দিবস স্মরণে আজ বৃহস্পতিবার (২৩শে সেপ্টেম্বর) বাদে আছর হতে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আয়োজনে আলমগীর খানকা শরীফে স্মারক আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় অতিথি হিসেবে উপস্থিত মরহুমের একমাত্র পুত্র দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক জনাব এম এ মালেক, আঞ্জুমান-এ রহমানিয়া সুন্নিয়া’র এস ভিপি আলহাজ্ব মুহাম্মদ মহসিন ও রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা আবদুল মান্নান।

গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার এর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন আজাদী পরিবারের ও মরহুমের দৌহিত্র জনাব ওয়াহেদ মালেক, জনাব শিহাব মালেক, চীফ রির্পোটার জনাব হাসান আকবর, গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব মোসাহেব উদ্দিন বখতেয়ার, মুহাম্মদ মাহাবুব খান, মহানগরের লায়ন আবু নাসের রণি, এরশাদ খতিবি, আহসান হাবীব প্রমুখ।

Related Articles

Back to top button
close