পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে মহানগর গাউসিয়া কমিটির বর্ণাঢ্য র‌্যালী

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীসহ সকল সংকট থেকে মানবতার মুক্তির জন্যে ইবাদতের নিয়তে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) পালনের আহ্বান।

পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.)’র স্মৃতিময় মাস পবিত্র রবিউল আউয়াল শরীফ’র শুভাগমনকে কেন্দ্র করে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আজ এক বর্ণাঢ্য স্বাগত র‌্যালী বের করে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে।

আজ (০৬ অক্টোবর) বুধবার বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে বের হয়ে নারায়ে তাকবির – আল্লাহু আকবর, নারায়ে রিসালাত – এয়া রাসুলাল্লাহ (দ.), আহলান সাহলান- মাহে রবিউল আউয়াল আস-সালাম, হামদ- না’ত, সালাতুস সালাম সহ নানা ইসলামিক ধ্বনিতে আকাশ-বাতাশ মুখরিত করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক জামালখান প্রেসক্লাব এসে মিলাদ-কিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হয় র‌্যালীটি।

গাউসিয়া কমিটির সাদা চাঁদ ও চার তারকার ত্রিকোণাকার সবুজ পতাকা, লাল-সবুজের বাংলাদেশ পতাকা, পবিত্র কোরআন-হাদীস সহ বিভিন্ন ইসলামিক বাণী ও আহবান সম্বলিত ব্যানার-ফ্যাস্টুন ইত্যাদিতে শোভিত বর্ণাঢ্য এ র‌্যালি যখন শহর প্রদক্ষিণ করছিল তখন মানুষের মনে সকল ঈদের সেরা ঈদ – ঈদে মিলাদুন্নবী (দ.)’র পুলক-আভা জেগে উঠার শিহরণ দেখা গেছে। সবার মাঝে পবিত্রতার পরশে অন্য রকম এক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

বিকেল ৩টা হতে নগরীর বিভিন্ন এলাকার গাউসিয়া কমিটির হাজার হাজার কর্মী ও সাধারণ মানুষ মিছিল সহকারে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে জড়ো হলে এক বিশাল সমাবেশে রূপ নেয়।

এতে বক্তারা বলেন, সৃষ্টির মূল রহস্য রাসূলে করিম (দ)’র পৃথিবীতে শুভাগমন বিশ্ব মানবতার জন্যে এক মহা নেয়ামত। আর এ মহা নেয়ামত প্রাপ্তিতে শোকরিয়া আদায়ের মাধ্যমে সফলতা অর্জনের নির্দেশনা রয়েছে পবিত্র কোরআনে করিমে।

বক্তারা আরও বলেন, পবিত্র রবিউল আউয়াল শরীফে রাহমাতুল্লিল আলামীন রূপে মহানবীর এ ধরাধামে তাশরীফ আনয়ন যেহেতু মহাআনন্দ আর খুশির বিষয়, সুতরাং এ জন্যে রাসুল(দ.)’র ৩৮ তম বংশধর, গাউসে জামান সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ১৯৭৪ সনে সম্পূর্ণ শরীয়ত সম্মতভাবে বাংলাদেশে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম পালনে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টকে নির্দেশ দেন। প্রিয় রাসুলের (দ.) নুরানি আওলাদের মাধ্যমে প্রবর্তিত ও চট্টগ্রাম থেকে পরিচালিত ঐতিহাসিক জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) আজ দেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও সারা দুনিয়ার দেশে দেশে নবী দিবসের প্রধান অনুষ্ঠান হিসেবে অনুসৃত ও পালিত হচ্ছে উল্লেখ করে বক্তারা করোনা মহামারীসহ সকল সংকট থেকে মানবতার মুক্তির জন্যে ইবাদতের নিয়তে সবাইকে জশনে জুলুছ উদযাপন ও অংশগ্রহনের আহবান জানান। গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের স্বাগত র‌্যালি পূর্ব সমাবেশে আজ বিকেল ৪টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে বক্তারা উপরোক্ত আহ্বান জানান।

মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মুহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ’র সঞ্চালনায় র‌্যালি পূর্ব এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, প্রধান বক্তা ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন। বর্ণাঢ্য এ র‌্যালির শুভ উদ্বোধন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- আনজুমান ট্রাস্ট’র এ্যসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব গিয়াস উদ্দীন মোহাম্মদ শাকের, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আনোয়ারুল হক, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম-মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল হক খান, আনজুমান ট্রাস্ট সদস্য আলহাজ্ব তছকির আহমদ, মাহবুবে এলাহী সিকদার, মাওলানা মুনির উদ্দীন সোহেল, মাওলানা মুহাম্মদ ইলিয়াস আলকাদেরী, আলহাজ্ব মনোয়ার হোসেন মুন্না, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক বীরপ্রতীক, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি শাহ নুর মোহাম্মদ আলকাদেরী, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকি, লায়ন আবু নাসের রনি, মাওলানা মুহাম্মদ আবদুল মালেক, হাফেজ আহমদুল হক, আলহাজ্ব মোহাম্মদ হোসেন, ইদ্রিস মোহাম্মদ নুরুল হুদা, আলহাজ্ব খাইর মোহাম্মদ, মোহাম্মদ সালামত উল্লাহ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আবুল বশর, ডা. মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ নুরুল আখতার, মাওলানা জালাল উদ্দিন মানিক, হাজী সেকান্দর মিয়া, হাবিবুর রহমান সর্দার, মোহাম্মদ জাহেদ হোসেন, আবুল হোসেন, মোহাম্মদ ইলিয়াস মুন্সী, মোহাম্মদ মুসলিম, এম.এ.নেওয়াজ, মোহাম্মদ শাহ আলম, আবুল কালাম আজাদ, নুর মোহাম্মদ, আলহাজ্ব সাবের আহমদ, মাওলানা ইউনুস তৈয়বী, মাওলানা মুহাম্মদ ইমরান হাসান কাদেরী, সালামত আলী, মুহাম্মদ মহিউদ্দীন, মুহাম্মদ হোসাইন খোকন, এরশাদ খতিবী, মুহাম্মদ আবু তাহের প্রমুখ।

র‌্যালী শেষে মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আলকাদেরী।

Related Articles

Back to top button
close