পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রফিক আহমদ এর দাফনে গাউসিয়া কমিটির সহায়তা

নিজস্ব প্রতিনিধি

আজ ১০ এপ্রিল (শনিবার) হযরত গরীব উল্লাহ্ শাহ্ (রহ.) দরগাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর রফিক আহমদ কাউসার এর দাফন কাজ সম্পন্ন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁ মানবিক টিমের কর্মীরা।

দাফনের আগে তাঁর জানাজায় ইমামতি করেন আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদেরী, পরে দরগাহ্ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রফিক আহমদ

তাঁর জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ কে আজাদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক মমিনুর রহমান সহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি এবং নিকটাত্মীয়বৃন্দ।

দাফন কাজ সম্পন্ন করেন মুহাম্মদ এরশাদ খতিবী র নেতৃত্বে, চান্দগাঁ টিমের সদস্য যথাক্রমে,

১)মুহাম্মদ সাহেদ আলম
২) মুহাম্মদ কায়ছার
৩) মুহাম্মদ ইমন খন্দকার
৪)মুহাম্মদ নাহিদ
৫)মুহাম্মদ আসিফ
৬)আফতাব উদ্দিন গালিব
৭)মুহাম্মদ দিদার
৮) মুহাম্মদ নাহিদুল ইসলাম মুরাদ

Related Articles

Back to top button
close