বায়েজিদে গাউসিয়া কমিটি ইমাম জুনায়েদ বোগদাদি (রহঃ) ইউনিট শাখার চক্ষু চিকিৎসা প্রদান
ইয়াছিন সাকিব, বায়েজিদ

আজ বুধবার (২৬ মে) স্থানীয় বায়েজিদ বোস্তামী কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে গাউছিয়া কমিটি বাংলাদেশ বায়েজিদ থানার ২নং জালালাবাদ ওয়ার্ডের আওতাধীন ইমাম জুনায়েদ বোগদাদি (রহঃ) ইউনিট শাখার উদ্যোগে এবং ন্যাশনাল চক্ষু হাসাপাতালের পরিচালনায় ৫০ টাকার বিনিময়ে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।
ন্যাশনাল চক্ষু হাসাপাতালের ডা. আরাফাত রহমান নেতৃত্বে তিন সদস্যের একটি টিম রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে। মাত্র ৫০ টাকার বিনিময়ে অসহায় ও হতদরিদ্র প্রায় ৪০ জন এ সেবা গ্রহণ করে।
মোহাম্মদ জিকুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং জালালাবাদ ওয়ার্ড গাউসিয়া কমিটি মানবিক টিমের প্রধান সাইফুল করিম বাপ্পা, গাউছিয়া কমিটি বাংলাদেশ ইমাম জুনায়েদ বোগদাদি (রহঃ) ইউনিটের উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান, পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাইয়ুম উদ্দীন চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত জামীল সম্রাট, মোহাম্মদ মীর হোসেন মোহাম্মদ আসিক, মোহাম্মদ মাইনুল, মোহাম্মদ তামজীদ, মোহাম্মদ ফাহিম, সাকিব, রাতুলসহ প্রমুখ।
উল্লেখ্য, করোনা মহামারীর শুরু থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের তত্ত্বাবধানে সারাদেশ ব্যপী করোনায় মৃত্যুবরণকারীদের দাফন-কাফন, করোনায় আক্রান্ত সহ গরীব অসহায় রোগীদের অ্যাম্বুলেন্স সেবা ও অক্সিজেন সেবা সহ নানা প্রকার সেবা কার্যক্রম চলছে।