বোয়ালখালীতে গাউসিয়া কমিটির কার্যক্রমে চরণদ্বীপ ইউনিয়ন শাখা প্রথম স্থান
আরিফুল ইসলাম, বোয়ালখালী

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র বিগত তিন সালে জামেয়া-আনজুমানের কালেকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ইউনিয়ন পর্যায়ে বোয়ালখালীতে প্রথম স্থান লাভ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ৭নং চরণদ্বীপ ইউনিয়ন শাখা।
গতকাল (২২ সেপ্টেম্বর) বুধবার গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গাউসে জমান আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা.) ওরশ মোবারক ও সংবর্ধনা অনুষ্ঠানে গাউসিয়া কমিটি বাংলাদেশ চরণদ্বীপ ইউনিয়ন শাখাকে এ পুরস্কার তুলে দেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার এসময় পুরস্কার গ্রহন করেন গাউসিয়া কমিটি চরণদ্বীপ ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মুহাম্মদ আলী আহমদ মাষ্টার, সাধারণ সম্পাদক জহুিরুল ইসলাম সহ অনান্য নেতৃবৃন্দ।
এতে আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চরণদ্বীপ ইউনিয়নের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সহ অর্থ সম্পাদক আরিফুর ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মাহাফুজ ইসলাম, সদস্য জাহিদুল ইসলাম জাহেদ, মহসিন, মনিরুল ইসলাম সহ ইউনিয়ন নেতৃবৃন্দ।