মুর্দার গোসলে গাউসিয়া কমিটির ভ্রাম্যমাণ গোসলখানা উদ্বোধন

পাঁচলাইশ প্রতিনিধি

গাউসিয়া কমিটির ভ্রাম্যমাণ মুর্দা গোসলখানা বাংলাদেশে মানবিক সেবা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে

আজ (২৪ আগস্ট) মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাউসিয়া কমিটি বাংলাদেশ নির্মিত একটি অত্যাধুনিক মানের ‘মৃত ব্যক্তির ভ্রাম্যমাণ গোসলখানা’ উদ্বোধন করা হয়।

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন চট্টগ্রামের মাননীয় বিভাগীয় কমিশনার মুহাম্মদ কামরুল হাসান এনডিসি, বিশেষ মেহমান ছিলেন চট্টগ্রামের মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রামের মাননীয় জেলা প্রশাসক মুহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. ইফতেখার সাইমুল চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মুহাম্মদ কামরুল হাসান এনডিসি বলেন, দেশে দেশে করোনায় মৃত ব্যাক্তির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। এহেন ন্যাক্কারজনক ব্যর্থতায় বাংলাদেশে করোনা মহামারীর শুরু থেকে গাউসিয়া কমিটির কর্মীরা জীবনবাজি রেখে মানবতার সেবায় নিবেদিত আছেন। ভুলুন্ঠিত মানবতা পুণঃরুদ্ধারে গাউসিয়া কমিটির মানবিক সেবা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে উল্লেখ করে গাউসিয়া কমিটির উদ্ভাবিত ভ্রাম্যমাণ মুর্দা গোসলখানা বাংলাদেশে মানবিক সেবা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেন। তিনি এ মহৎ পুণ্যময় কাজে অংশগ্রহণ ও সহযোগিতায় এগিয়ে আসতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র করোনা রোগী সেবা ও মৃত কাফন-দাফন কর্মসূচির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার।

এতে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সালাহউদ্দিন আজিজ, দুবাই গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরী, গাউসিয়া কমিটির করোনা রোগী সেবা ও মৃত কাফন-দাফন কর্মসূচির সদস্য অধ্যক্ষ আবু তালেব বেলাল, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী, মাওলানা আব্দুল মালেক, লায়ন্স ক্লাব অব চিটাগাং’ প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন আবু নাসের রনি, আইনজীবী গাউসিয়া কমিটির সভাপতি এড. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক এড. ফয়েজ উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড. দিদারে আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মুহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।

পরিশেষে ফিতা কেটে ও মুনাজাতের মাধ্যমে ভ্রাম্যমাণ মুর্দা গোসলখানার শুভ উদ্বোধন করা হয়।

Related Articles

Back to top button
close